নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা
এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুই ম্যাচ হেরে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে শ্রীলংকা।
সুপার ফোরে আজ নিজেদের শেষ ম্যাচ জিতে এবারের এশিয়া কাপ শেষ করতে চায় লংকানরা। অপরদিকে ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টুর্নামেন্টে অপরাজিত থাকা। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে সুপার ফোরে ওঠে শ্রীলংকা। কিন্তু সুপার ফোরে এসে পথ হারায় তারা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে লংকানরা।
এরপর পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে খেলার স্বপ্ন কঠিন করে ফেলে শ্রীলংকা। বুধবার রাতে ভারতের কাছে বাংলাদেশের হারে এশিয়া কাপ থেকে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়। কারণ ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও ফাইনালে যাওয়ার কোনো সুযোগ নেই লংকানদের।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
ফাইনালের আশা শেষ হয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের ইতি টানতে চায় শ্রীলংকা। দলের অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘সুপার ফোরে আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। এ জন্য সুপার ফোর থেকেই এবার এশিয়া কাপ শেষ করতে হচ্ছে আমাদের। তবে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করার সুযোগ আছে। শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’ ২০২৩ সালে সর্বশেষ এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ভারতের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল শ্রীলংকা।
তার আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল লংকানরা। এবার দলের পারফরম্যান্স খারাপ হওয়ার পেছনে কম্বিনেশনকে দায়ী করেন লংকান দলপতি আসালাঙ্কা, ‘কম্বিনেশন নিয়ে এবার আমাদের অনেক সমস্যা হয়েছে এবং বিশ্বকাপের আগে এই সমস্যা ঠিক করতে হবে। পাশাপাশি ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে।’
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
গ্রুপ পর্বে তিন ম্যাচ জয়ের পর সুপার ফোরে দুই ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত। ফাইনাল নিশ্চিত হওয়ার পরও শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কারণ অপরাজিত থেকেই ফাইনালে খেলতে চায় টিম ইন্ডিয়া। সূর্য বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।