ফেরদৌস ওয়াহিদের অতিথি মন্দিরা
‘চেনা মুখ দুঃখ সুখ’ ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় সম্প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে। ধারাবাহিক এ অনুষ্ঠানে আজকের অতিথি চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। পূজা উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানে কথা বলেছেন তার ক্যারিয়ার, আগামীর ভাবনা ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে।
ছোটবেলাতেই নাচ শিখেছেন মন্দিরা। কত্থক নাচের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। ২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে হন রানার্স আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন। বড়পর্দার নায়িকা হিসেবে মন্দিরার অভিষেক হয় গতবছর গিয়াসউদ্দিন সেলিমের 'কাজলরেখা' সিনেমায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রথম ছবিতেই তার প্রাণবন্ত উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। চলতি বছর কোরবানির ঈদে মুক্তি পায় মন্দিরা অভিনীত দ্বিতীয় সিনেমা 'নীলচক্র'। এতে তিনি অভিনয় করেন আরেফিন শুভর বিপরীতে। মিঠু খান পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমায় অভিনয় করছেন মন্দিরা। এতে তাকে আবারও রাজের বিপরীতে অভনয় করতে দেখা যাবে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
দেশে প্রথম প্রজন্মের জনপ্রিয় পপগায়ক ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় ‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের অতিথি হতে পারায় উচ্ছ্বসিত মন্দিরা। প্রযোজনা করেছেন পুনম প্রিয়াম; সম্প্রচার হবে বিকাল সাড়ে পাঁচটায়। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী নায়িকা মন্দিরা। তার সঙ্গে কথা বলে যেটা মনে হলো আমার, সে অনেক দূর যাবে। মন্দিরার জন্য শুভকামনা।’
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা