ইসরায়েলের গোপন নথি ইরানের হাতে!
ইসরায়েলের পারমাণবিক ও সামরিক প্রকল্প সম্পর্কিত লাখ লাখ পৃষ্ঠার নথি, ছবি ও ভিডিও হাতে পাওয়ার দাবি করেছে ইরান। দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানায়, এসব তথ্য ইসরায়েলি কর্মকর্তাদের সহযোগিতায় পেয়েছেন তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল বুধবার রাতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে দেখানো হয়, নথিগুলোতে ডিমোনা পারমাণবিক কেন্দ্রসহ ইসরায়েলের অস্ত্র প্রকল্প, বিজ্ঞানীদের নাম, সংস্থার চার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
ইরানি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানান, কিছু তথ্য সরবরাহকারী আর্থিক কারণে, আবার কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতার কারণে সহযোগিতা করেছেন। তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন, যেসব কর্মী আমাদের সঙ্গে সহযোগিতা চালাচ্ছেন তাদের জীবিকার বিষয় নজরে নিন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এসব নথি এত বিস্তৃত যে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লাগবে। ইসমাইল খতিব আরও জানিয়েছেন, কিছু সহযোগী প্রকাশ পেয়েছে এবং তাদের মধ্যে কিছু দণ্ডিতও হয়েছে। জুন মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলের সংবেদনশীল কিছু স্থানে হামলাও চালিয়েছে ইরান।
ডকুমেন্টারিতে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্ট ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পর্কিত ব্যক্তিগত ছবি দেখানো হয়েছে। ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইসরায়েল আইএইএ মহাপরিচালককে নজরদারি করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস