ইসরায়েলে অস্ত্র রপ্তানি করছে না জার্মানি
গত আগস্টে ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে বিধিনিষেধ আরোপের পর দেশটিতে জার্মান অস্ত্র রপ্তানি শূন্যে নেমে এসেছে। জার্মানির বামপন্থি দল ডি লিঙ্কে-র সংসদ সদস্য উলরিশ থোডেনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানায় জার্মানির অর্থনীতি মন্ত্রণালয়।
এ বিষয়ে বার্তা সংস্থা ডিপিএর খবরে বলা হয়, ৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমতি পায়নি জার্মান প্রতিষ্ঠানগুলো৷ এর ফলে উল্লেখিত সময়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানি শূন্যে নেমে আসে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তার আগে, গত ৮ মার্চ জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানান, গাজা যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম আপাতত রপ্তানির অনুমতি দেবে না জার্মান সরকার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সে সময় ফিলিস্তিনিদের প্রতি আচরণের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ক্রমাগত সমালোচনা করছিল জার্মান সরকার। যদিও এর জন্য দেশটির উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি জার্মানি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস