৭১ এ হারাইছি, আজকেও হারাবো: চমক

বিনোদন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫
শেয়ার :
৭১ এ হারাইছি, আজকেও হারাবো: চমক
ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি।

ভক্তদের সঙ্গে সেখানে নানা বিষয়েই শেয়ার করে থাকেন চমক।

বর্তমানে ক্রিকেট উত্তাপে ভাসছে দেশ। এশিয়া কাপের আজকের ম্যাচের মুখমুখি পাকিস্তান-বাংলাদেশ। যে দল জয় পাবে, সেই দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। এই যখন পরিস্থিতি তখন এই অভিনেত্রী এক পোস্টের মাধ্যমে দেশের ক্রিকেটার উজ্জীবিত করেছেন।

অভিনেত্রী লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাব।’ এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান।

অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে ক্রিকেটপ্রেমীরা উষ্ণতা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন মন্তব্যে করেছেন, ‘বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে।

পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।’ অন্য একজন লিখেছেন, ‘অহংকার করা যাবে না। আত্মবিশ্বাস থাকতে হবে। ইনশাআল্লাহ আমরাই জিতব!’