পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেনুমিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. ফাহিম (৩) ও মো. লাবিব (২)। তারা স্থানীয় বাসিন্দা মো. সাহেদ ও আমেনা খাতুন দম্পতির সন্তান।
স্থানীয়রা জানিয়েছে, আজ বিকেলে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুদের মরদেহ পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৭২ ঘণ্টায় সুবর্ণচরে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,‘আমরা ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’