জুম্ম ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪
শেয়ার :
জুম্ম ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া এক জুম্ম ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের অতিদ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা বলেন, আপনারা প্রতিনিয়ত নতুন নতুন কথা শোনান। নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। কিন্তু আপনারা এখনো পর্যন্ত পাহাড়ে ধর্ষণের মহাযজ্ঞ থামাতে পারেন নাই। এই দায় সম্পূর্ণ সরকারের। 

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন পিসিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা।

এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি চিরান, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈসানু মারমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট্রের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অনিক কুমার দাশ। আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়া চাকমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ঢাকা মহানগরের আহ্বায়ক সৃজন মৃ।

বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরাং বলেন, আদিবাসীদের উপর যতবারই হামলা অত্যাচার হয়েছে ততবারই দেখতে পেয়েছি হয় অপরাধীদের গ্রেপ্তার করা হয় না। কখনো কখনো গ্রেপ্তার করা হলেও কয়েকদিন পরই জামিন পেদে দেখতে পাই। আমরা আর কোনো আদিবাসী কিশোরীর ধর্ষণ দেখতে চাই না। এই দেশ আদিবাসী, বাঙালি সকলের জন্য নিরাপদ হোক। 

সমাবেশের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা তার সভাপতির বক্তব্যে বলেন, পাহাড়ে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা হলেও আমরা কখনো বিচার পাইনি। এইসব ঘটনার বিচার তো দূরের কথা, পাহাড়ে প্রায় ১৫টিরও অধিক গণহত্যা সংঘটিত হয়েছে। এখনো পর্যন্ত তার কোন সুষ্ঠু তদন্ত পর্যন্ত হয়নি। বাংলাদেশের সমতলে কোনো বড় ধরনের অঘটন কিংবা ১৪৪ ধারা জারি করলে সেনাবাহিনী রাস্তায় নামে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি দিন শুরু হয় অঘোষিত ১৪৪ ধারার মাধ্যমে। 

ঘটনার শিকার ছাত্রীর বাবার অভিযোগ, প্রতিদিনের মতো মঙ্গলবারও তার মেয়ে প্রাইভেট পড়তে গিয়েছিল। কিন্তু বাড়িতে ফিরতে দেরি করায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে স্থানীয় একটি মন্দিরের পাশে পরিত্যক্ত জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্ঞান ফেরার পর মেয়ে জানায় তাকে কয়েকজন যুবক চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সংঘবদ্ধ ধর্ষণ করেছে- এমন অভিযোগ জানায়।

পরে তিনি এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামের একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।