থাইল্যান্ডে ম্যাসাজ নিলে কী হয়, জানালেন অভিনেত্রী
সময়ের আলোচিত ও জনপ্রিয় মুখ প্রিয়ন্তী উর্বী। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখলেও বর্তমানে অভিনয় করছেন টেলিভিশন, ওয়েব প্ল্যাটফর্ম ও বড় পর্দায়।
অভিনয়ের পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। এছাড়া ভ্রমণ আর আরামের প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে, তাই সুযোগ পেলেই তিনি ঘুরতে বেরিয়ে পড়েন।
সম্প্রতি থাইল্যান্ড ঘুরে এসেছেন তিনি। সেখানে ম্যাসাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
থাইল্যান্ডে ম্যাসাজ নেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, প্রতিবছর অন্তত একবার থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে হয় তার। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি থাইল্যান্ডের বিখ্যাত বডি ম্যাসাজই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই বেস্ট। ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে পড়েছি। বাংলাদেশের ৫ হাজার হোক কিংবা ৬ হাজার, থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই আলাদা। সেখানে অনেক হাঁটতে হয়। সে কারণে ম্যাসাজ নিলে বেশ ভালো লাগে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
প্রসঙ্গত, অভিনয়ের ক্ষেত্রেও উর্বী বর্তমানে আলোচনায়। সম্প্রতি মুক্তি পাওয়া নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।