স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০
শেয়ার :
স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়

স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিষয়টি খুব সহজ, এটি লাভ করার জায়গা হয়ে গেছে। মুনাফা সর্বাধিক করার চিন্তা এ খাতে প্রবেশ করেছে। ফলে স্বাস্থ্যসেবা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে।’

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘ইউএনজিএ হাই লেভেল ওয়ার্কিং সেশন: ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথকেয়ার-বাংলাদেশের ব্লুপ্রিন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা মৌলিক একটি প্রশ্ন তুলেছি-ঔষধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। তবে স্বাস্থ্যসেবা পুরোপুরি তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।’

কোভিড-১৯ মহামারির সময় টিকার জটিলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘টিকা বণ্টন হয়েছিল খুবই ভুলভাবে। বিশ্বের মাত্র ১০টি দেশ মোট উৎপাদিত টিকার প্রায় ৮০ শতাংশ নিয়ে নিয়েছিল।’

বিশ্বব্যাপী সামাজিক সমস্যার সমাধানে স্বাস্থ্যখাতে সামাজিক ব্যবসা চালুর পক্ষে মত দেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এনসিপি নেতা ড. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ।