পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা থাকবে না: দুলু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘কোনো কোনো দল এখন পিআর পদ্ধতি চায়, অথচ সাধারণ মানুষ এই পদ্ধতি কী তা-ই বোঝে না। এই পদ্ধতিতে ভোট পড়বে লালমনিরহাটে, আর এমপি হবে গাজীপুরে! এতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো দায়বদ্ধতা থাকবে না।’
আজ বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দুলু বলেন, ‘বর্তমানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু রাজনৈতিক দল। তারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন কৌশল (ছক) প্রয়োগ করছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি আরও বলেন, যারা এতোদিন রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। ফলে বিগত সময়গুলোতে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি, মানুষ বিনোদন থেকে বঞ্চিত হয়েছে। অথচ সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই।’