একটি মহল বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘যে কোনো মানদণ্ডে বিএনপি জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার শীর্ষে থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির মধ্যেই জনগণ দেশ পরিচালনার যোগ্যতা খুঁজে পায়। জনগণের ভাগ্য পরিবর্তনে ও জনকল্যাণে বিএনপির যে কর্মসূচি আছে, বিদ্যমান অন্যান্য দলের তা নেই।’
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দের নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে দল। তৃণমূল পর্যায়ে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তের পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠনের কাজ চলছে। কিন্তু নির্বাচন ও গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলেও যড়যন্ত্র থেমে নেই। একদিকে বিএনপির অগ্রযাত্রা রোধ, অন্য দিকে নির্বাচনকে বিলম্বিত ও নস্যাৎ এবং পালিয়ে যাওয়া ফ্যসিবাদ ফিরে আনার বহুমুখী যড়যন্ত্র চলছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনকে অর্থবহ ও সফল করে জনগণের নির্বাচিত সরকার ও সংসদ কায়েম করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ণ করতে হবে। বিএনপির অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারবে না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রিন্স বলেন, ‘ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং জন প্রত্যাশা বাস্তবায়নে দেশপ্রেমিক কাফেলার বংশীবাদক হয়ে নেতৃত্ব দেবেন।’
এ সময় তারেক রহমানের দেওয়া নির্দেশনাগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—সেবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন প্রমুখ।