যুক্তরাষ্ট্রে হেনস্তা /

হামলাকারীদের বিরুদ্ধে মামলা আখতারের

অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৮
শেয়ার :
হামলাকারীদের বিরুদ্ধে মামলা আখতারের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগের নোত-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। এক ভিডিওবার্তায় বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানান আখতার হোসেন।

জানা গেছে, দুই জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করা হয়েছে। আখতারের অভিযোগ, এয়ারপোর্টে হামলার পর হোটেল লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে।

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা আজ সন্ধ্যায় হামলা করার উদ্দেশ্যে আবার হোটেলের লবিতে এসেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা মামলা দায়ের করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি যে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে। আমরা এ ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও তাদের জানিয়েছি।’

গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে বিমানবন্দরে হেনস্তার শিকার হন এনসিপির নেতারা। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন এবং গালাগাল করেন। এসময় আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেন উত্তেজিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দেখুন ভিডিও: