সেলিম আল দীনের পদক ফেরত দিতে নাসির উদ্দীন ইউসুফসহ ৪ জনকে নোটিশ
দেশবরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের অর্জিত বিভিন্ন পদক, পুরস্কার, নাটকের পান্ডুলিপি ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণ ও রক্ষাকল্পে ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে জমা করতে মঞ্চ নাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্র, ফেনীর সহসভাপতি সালাহ উদ্দিন শুভ্র। আজ বৃহস্পতিবার তার পক্ষে ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
নোটিসপ্রাপ্ত অন্যরা হলেন মো. কামরুল হাসান, আব্দুস সালাম ও নাসরিন সুলতানা বিলকিস। তারা সকলেই প্রয়াত সেলিম আল দীনের সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করার সুযোগ নিয়ে সেলিম আল দীনের অর্জিত ও ব্যবহৃত বিভিন্ন মূল্যবান দ্রব্যসামগ্রী, পদক, পুরস্কার, নাটক ও অন্যান্য পান্ডুলিপি, ব্যবহার্য অন্যান্য সামগ্রী বেআইনিভাবে নিজেদের কাছে রেখেছেন মর্মে অভিযোগ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, নাট্যকার সেলিম আল দীন একজন বিশ্বমানের নাট্যকার, লেখক, গবেষক ও নাট্য নির্দেশক ছিলেন। নাট্যজগতে তার অসামান্য অবদানের জন্য তিনি ‘নাট্যাচার্য’ উপাধিতে ভূষিত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। এ ছাড়া তিনি অসংখ্য নাটক রচনা করে সুনাম কুড়িয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এতে বলা হয়েছে, তার এই সমস্ত পদক, পুরস্কার, পান্ডুলিপি, মূল্যবান দ্রব্যসামগ্রী ও তার ব্যবহার্য সামগ্রী জাতীয় সম্পদ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশের সংবিধানের ২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব জনগনের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তোরাধিকার সংরক্ষণ করা এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলা সমূহের পরিপোষন ও উন্নয়নের ব্যবস্থা গ্রহন করা। কিন্তু দুর্ভাগ্যজনক যে, প্রয়াত সেলিম আল দীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবিধা নিয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মো. কামরুল হাসান, আব্দুস সালাম ও নাসরিন সুলতানা বিলকিস সেলিম আল দীনের সমস্ত স্মৃতিচিহ্ন, ব্যবহার্য জিনিসপত্র, পান্ডুলিপি, পদক ও পুরস্কারসমূহ নিজেরা ভাগাভাগি করে নিজেদের কাছে নিয়ে রেখেছেন যা ধীরে ধীরে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রদর্শনের অভাবে সেলিম আল দীন ভক্ত, গবেষক ও অনুরাগীরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন।
নোটিশে উল্লেখ করা হয় যে, সেলিম আল দীনের জন্মস্থান ফেনীতে সেলিম আল দীন কেন্দ্র এবং সেই কেন্দ্রের অংশ হিসেবে ‘সেলিম আল দীন মিউজিয়াম’ রয়েছে, যা ২০০৯ সাল থেকে সচল । উক্ত কেন্দ্র ও জাদুঘরে অগনিত ভক্ত, অনুরাগী, দেশী-বিদেশি গবেষকরা নিয়মিত যাতায়াত করলেও সেলিম আল দীনের মূল্যবান এই সমস্ত পদক, পুরস্কার, পান্ডুলিপি ও তার ব্যবহার্য জিনিসপত্রের দেখা পাচ্ছেন না, যা সবাইকে মর্মাহত করে চলেছে ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এতে দাবি করা হয়েছে যে, নোটিশদাতা বারংবার এগুলো ফেরত দিতে বললেও নোটিশগ্রহণকারীরা তাতে কর্ণপাত করেনি। বিশেষ করে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বিগত সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী হওয়ায় নোটিশদাতাকে অপমান, অপদস্থ করতেন এবং এসব জিনিস তার তত্ত্বাবধানে থাকবে বলে ধমক দিতেন। নোটিসদাতা সেলিম আল দীনের ভাতিজা হিসেবে উত্তরাধিকার আইনেও তার কাছে সমস্ত কিছু ফেরত প্রদানের দাবি জানিয়েছেন, যাতে করে তিনি সেগুলো সংরক্ষণ ও প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
নোটিশে ১৫ দিনের সময় উল্লেখ করে প্রয়াত সেলিম আল দীনের সমস্ত পদক, পান্ডুলিপি, পুরস্কার, মূল্যবান দ্রব্যসামগ্রী ও ব্যবহার্য জিনিসপত্র ফেরত প্রদানের জন্য বলা হয়েছে, অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত লিগ্যাল নোটিশের কপি পাঠানো হয়েছে।