আসছে আভাসের ‘সত্তা’
তানযীর তুহীনের ব্যান্ড আভাস নিয়ে আসছে নতুন আরও একটি গান। শিরোনাম ‘সত্তা’। এর কথা লিখেছেন তানযীর তুহীন। সুর করেছেন তিনি ও রাজু শেখ। সংগীতায়োজন করেছে আভাস ব্যান্ড। অডিও মিক্সিং ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব। গানের ভিডিও পরিচালনা করেছেন মুত্তাকিম আল মাহিন ও প্রযোজনা করেছেন সোহাগ চৌধুরী।
জানা গেছে, আগামী শনিবার সন্ধ্যা ৬টায় তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গানটি প্রকাশ হবে। একই দিন এটি আভাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া ‘সত্তা’ শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, গানা, জিওসাভানসহ বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মেও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, শিরোনামহীন থেকে বের হয়ে ২০১৭ সালে ‘আভাস’ গড়ে তোলেন তানযীর তুহীন। ২০১৮ সালে ব্যান্ডটির প্রথম গান ‘মানুষ ১’ প্রকাশ পায়। এরপর একে একে আসে ‘আভাস’, ‘বাস্তব’, ‘অনাথ’ ও ‘ক্যামেরা’।
আভাস ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- ভোকালে তানযীর তুহীন, বেজে রাজু শেখ, গিটারে হিমেল সারিয়ার, কি-বোর্ডে আরাফাত শাওন ও ড্রামসে রাশেদ জিন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট