গোবিন্দগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১
শেয়ার :
গোবিন্দগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল। তিনি সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলের ছোট ভাই।

এ ছাড়া কামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরকার, কামদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কামদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চিনু মিয়া, কামদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদ, কামদিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জামিউল হাসান সিজার, কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি আ. রহমান ও কামদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিচুর রহমান বাবুলসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রফেসর গোলাম কিবরিয়া বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জকে সকল অপসংস্কৃতি থেকে নিরাপদ রেখে দুর্নীতিমুক্ত, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির এক উন্নত জনপদ ‘আলোকিত গোবিন্দগঞ্জ’ গড়তে অনন্য অবদান রাখবেন।