শুক্রবার চারুকলার বকুলতলায় ‘শরৎ উৎসব’
ষড়ঋতুর নাগরদোলায় এখন চলছে শরৎকাল। রোদ-বৃষ্টির লুকোচুরির এই সময়ে আয়োজন করা হয়েছে ‘শরৎ উৎসব ১৪৩২’।
আগামী শুক্রবার ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী বকুলতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে। শুরু হবে বিকেল ৪টা থেকে। এটি আয়োজন করেছে ষড়ঋতু উদযাপন জাতীয় কমিটি।
এই আয়োজনে দেশীয় সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হবে। শরতের শুভ্রতা প্রকৃতি ও মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে গান, কবিতা, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় এবারের শরৎ উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?