চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
কুমিল্লার নাঙ্গলকোটে চিরকুট লিখে মিনারা আক্তার মিনু (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া বলি বাড়িতে এ ঘটনা ঘটে। মিনু ওই এলাকায় তার নানী বিবি হাওয়ার বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের পরপরই মিনুর বাবা নিজাম উদ্দিন পরিবার ছেড়ে চলে যান। এরপর মিনুর মা চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতেন।
বিবি হাওয়া জানান, দুপুরে খাওয়ার পর মিনু ঘুমাতে যায়। বিকেল গড়িয়ে গেলেও দরজা না খোলায় ডাকাডাকির একপর্যায়ে তার ছোট ভাই হৃদয় ঘরের সিলিং দিয়ে প্রবেশ করলে মিনুর ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরে স্থানীয়রা খবর দিলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে এসময় মিনুর লাশের পাশে পাওয়া যায় একটি চিরকুট। সেখানে লেখা ছিল—‘ইয়াসিন আমি তোকে অনেক ভালোবাসতাম, তুই আমার ভালোবাসা বুঝলি না। ভালো থাক তুই। আর আমার পরিবারও ভালো থাকুক।’
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসাপতালে পাঠানো হয়েছে। প্রথামকিভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তার ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।’