ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে দুদকের অভিযান
ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের ‘জনস্বাস্থ্য’ উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায়।
অভিযানের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে তিনি ঢাকায় দাপ্তরিক কাজে রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পরে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্ত দল প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে সরেজমিনে প্রকল্প এলাকাগুলোতে যান তারা।
দুদক সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর তালিকায় এক ব্যক্তির নামে একাধিক বরাদ্দ, অস্তিত্বহীন প্রতিষ্ঠান, এমনকি আবেদন না করেও কিছু প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, পারিবারিক কবরস্থানের নাম ‘সামাজিক প্রকল্প’ দেখিয়ে বরাদ্দ গ্রহণের অভিযোগও পাওয়া গেছে, যা প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, ‘আমরা এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছি। প্রকল্পের সব নথি সংগ্রহ করে যাচাই করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। কমিশন তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’