তোফায়েলের ভাতিজা স্বপন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ‎অজয় কারাগারে

আদালত প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬
শেয়ার :
তোফায়েলের ভাতিজা স্বপন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ‎অজয় কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাতিজা এবং ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান ওরফে স্বপন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ও মো. সেফাতুল্লাহ আসামিদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অজয় কর খোকনের মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক মামলাকারী হিসেবে আদালতে তাকে কারাগারে রাখার আবেদন করেন। এর আগে মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২২ এপ্রিল গুলশান-১ জব্বার টাওয়ারের পাশে ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সমবেত হয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

অজয় কর খোকন ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ আসনে দলীয় মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

স্বপনের মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান আদালতে কারাগারে আটক রাখার আবেদন করেন। স্বপনকে মঙ্গলবার রাতে শাহজাহানপুরের গুলবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ মে বিকেল ৫টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৪০-৫০ জন নেতাকর্মী মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে স্বপনও অংশ নেন। এ ঘটনায় ১৯ মে শাহজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।