লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ১১:০৯
শেয়ার :
লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

গাজীপুরে লরির ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে বিতান বড়ুয়া নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। ভোর পৌনে ৪টার দিকে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি লরি পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পুলিশের উপপরিদর্শক মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।