পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও, আলটিমেটাম
সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাংবাদিকেরা।
একইসঙ্গে প্রতিবাদ জানাতে যাওয়া গণমাধ্যমকর্মীদের হেনস্তা করার জন্য রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও আগামী তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে এই আলটিমেটাম দেন তারা। পরে বেলা দেড়টার দিকে বিক্ষোভ শেষে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়।
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তব্যে তারা অভিযোগ করেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করে মামলা দেওয়া হয়েছে। মাত্র ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ শেয়ার করছে। সাংবাদিকদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলার চেষ্টাও করছে। কিন্তু এতো কিছুর পরও সিটি করপোরেশন মাত্র ৩ জনকে আইওয়াশ হিসেবে বদলি করে দায় সেরেছে। এটা উদ্বেগজনক।
পরে সাংবাদিকদের ঘেরাও কর্মসূচিতে আসেন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। ঘেরাও কর্মসূচি থেকে তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে নামীয় এবং অজ্ঞাত আসামিদের আগামী তিনদিনের মধ্যে গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগ পত্র দাখিল করা না হলে ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচিতে পালন করা হবে।
এ বিষয়ে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, ‘আগামী তিনদিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে এবং সিটি করপোরেশনের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা না হলে ধারাবাহিক আন্দোলনে যাওয়া হবে।’
এসময় নিজ দপ্তর থেকে সাংবাদিকদের ঘেরাওস্থলে নেমে আসেন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। তিনি স্মারকলিপি গ্রহণ করে বলেন, ‘এরই মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সেখানে নেপথ্যের কয়েকজনের নামও এসেছে। বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের মধ্যেই চার্জশিট দেওয়া হবে।’
প্রসঙ্গত, এর আগে গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল একটি জাতীয় দৈনিকে ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এর জেরে তাকে অপহরণ করে নিয়ে মারধর ও তার প্রকাশিত সংবাদের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য করানোর চেষ্টা করা হয়।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার জেরে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারি রাজস্ব কর্মকর্তা তম্ময়কে বদলী করা হয়েছে।