বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী: প্রিন্স
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ‘নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। কেননা বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার—নীতিতে বিশ্বাসী।’
আজ বুধবার দুপুরে ধোবাউড়া ডাকবাংলো হলে ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসময় তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগীতার আহ্বান জানান।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ দুপুর ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজে দুপুর থেকে রাত অবধি ধোবাউড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
দলীয় নেতাকর্মীদের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে—এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তারেক রহমানের দেওয়া নির্দেশনাগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বর্তমানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা। তার সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে দল পরিচালনার কোনো সুযোগ নেই। তাই তার সিদ্ধান্তই বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে শিরোধার্য।’
ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য দেন। সভায় উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, জাকিরুল ইসলাম টোটন, ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর, মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন প্রমুখ।