কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে

অনলাইন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২
শেয়ার :
কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলটি আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাতে আংশিকভাবে বন্ধ থাকবে। এ সময়ে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুটিন রক্ষণাবেক্ষণ চলাকালে কখনও পতেঙ্গা থেকে আনোয়ারা আবার কখনও আনোয়ারা থেকে পতেঙ্গা টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা নেওয়া হবে।

টানেল ব্যবহারকারীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হয়েছে।

১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেলের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর টানেলটি সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়।