এখনও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির ছাত্র সৌভিকের

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৩
শেয়ার :
এখনও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির ছাত্র সৌভিকের

নিখোঁজের ৪ দিনেও কোনো সন্ধান মেলেনি জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার সাইমুম আহমেদ সৌভিকের। সৌভিকের বন্ধু, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সৌভিকের মা জীবননগর থানায় সাধারন ডায়েরি করেন। 

জানা গেছে, সাইমুম আহমেদ সৌভিক উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার দুবাই প্রবাসী আকরামুল ইসলামের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

সৌভিকের চাচা আমিনুল ইসলাম বলেন, ‘সৌভিক গত ২১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় সৌভিক তার মাকে বলেছিল স্কুল থেকে মনোহরপুরে খেলা দেখতে যাবে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। এমনকি তার বন্ধু, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও সৌভিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। সৌভিকের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা ভীষণ দুশ্চিন্তায় আছেন।’

তিনি বলেন, ‘সৌভিক বাড়ি থেকে যাবার সময় তার পরনে সবুজ রঙের জিন্সের প্যান্ট ও গেঞ্জি গায়ে ছিল।’ 

প্রসঙ্গত, সৌভিকের কেউ খোঁজ পেয়ে থাকলে ০১৭১৩৯০৯১৬৪ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।