বেবি বাম্প নিয়ে ভক্তদের চমকে দিলেন পরিণীতি

বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০
শেয়ার :
বেবি বাম্প নিয়ে ভক্তদের চমকে দিলেন পরিণীতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি মা হওয়ার পর যেন পুরোপুরি আড়ালে চলে গিয়েছিলেন। না কোনো গ্ল্যামারাস ফটোশুট, না সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা- কোনো খবরে পাওয়া যাচ্ছিল না তাকে। এমনকি পাপারাজ্জিদের ক্যামেরাতেও ধরা পড়ছিলেন না তিনি। তবে প্রায় আট মাসের বিরতির পর হঠাৎ করেই চমক দিলেন অভিনেত্রী।

নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভক্তদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছেন পরিণীতি। মাতৃত্বকালীন ছুটিতেই তিনি জানালেন, এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড করে নিজের জীবনযাপনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করবেন।

প্রথম ভিডিওতে পরিণীতি মজার ছলেই বলেন, ‘আমি রোজকার ব্লগারদের মতো কী করছি, কী খাচ্ছি তা দেখাতে পারব না। রান্না শেখানোরও প্রশ্ন নেই, কারণ আমি নিজেই রান্না জানি না। তবে যখন যা ইচ্ছে করবে, সেই মুহূর্তগুলো অবশ্যই ইউটিউবে তুলে ধরব।’

কিছুদিন আগেই স্বামী রাঘব চাড্ডার সঙ্গে কপিল শর্মার শো-তে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে দাম্পত্য নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে গিয়েই রাঘব ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই আসছে তাদের ‘সুখবর’। এরপরই জোরালো হয় জল্পনা, আর কিছুদিনের মধ্যেই দম্পতি নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তাদের সন্তানের আগমনের খবর।

উল্লেখ্য, ২০২৩ সালে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পরিণীতি ও রাজনীতিক রাঘব চাড্ডা। বিয়ের পর থেকে মুম্বাই ছেড়ে দিল্লিতেই সংসার গড়ে তুলেছেন তারা। বর্তমানে সেখানেই সময় কাটাচ্ছেন নবদম্পতি ও তাদের সন্তান।