কোক স্টুডিওতে হাবিব, সঙ্গে তাজিকিস্তানের গায়িকা মেহের

বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪
শেয়ার :
কোক স্টুডিওতে হাবিব, সঙ্গে তাজিকিস্তানের গায়িকা মেহের

গেল ২৩ আগস্ট হাশিম মাহমুদের গান ‘বাজি’ দিয়ে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা সিজন-৩’। এরপর গত ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘লং ডিস্ট্যান্স লাভ’। ইতিমধ্যেই গান দুইটি ব্যাপক আলোচিত হয়েছে।

‎‎কোক স্টুডিওয়ের দর্শক-শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে একটি গান শোনার। এবার অনুরাগীদের সেই প্রত্যাশা পূরণ করছে কোকো স্টুডিও।

জানা গেছে, সিজন-৩ এর আসন্ন গান ‘যাদু’তে থাকছেন হাবিব। সঙ্গে থাকবেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।

‎এদিকে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্ট সংগীতপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। পোস্টে তারা লিখেছে, ‘কোক স্টুডিও বাংলা’র এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে? এখনি অনুমান করুন!

এই পোস্টের মন্তব্যের ঘরে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান মন্তব্য করেছেন, ‘হাবিব ভাই’। যা দেখে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। প্রীতমের কথার সঙ্গে মিল রেখে অনেকেই বলেছেন নতুন গানে হাবিব ওয়াহিদকে দেখা যাবে।