সম্পর্কে আছেন কিন্তু ফিলিংস কাজ করছে না: প্রভা
কাজে নিয়মিত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নাম লিখিয়েছেন সিনেমায়। তাও আবার একটি নয়, দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করেছেন তিনি। একটি হচ্ছে ঝুমুর আসমা জুঁইয়ের ‘দুই পয়সার মানুষ’। অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’। এটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।
কাজের পাশাপাশি প্রভা এখন বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। জানাচ্ছেন তার সবশেষ কাজের খবরাখবর। শুধু তাই নয়, ব্যক্তিজীবনের পাশাপাশি নানান ইস্যু নিয়েও কথা বলছেন এই মাধ্যমে। তারই ধারাবাহিকতায় এবার ‘সম্পর্ক ও প্রেম’ নিয়ে প্রভা জানালেন নিজের মতামত। তার কথায়, একসঙ্গে একাধিক সম্পর্কে থাকা জঘন্য প্রতারণা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রভা বলেন, ‘দীর্ঘদিন সম্পর্কে আছেন কিন্তু হঠাৎ ফিলিংস কাজ করছে না? সম্পর্ক ধরে রাখতে ইচ্ছে করছে না? গুরুত্ব, টান, ভালোবাসা, মায়া কোনোটাই কাজ করছে না? সরাসরি জানিয়ে দিন। দুনিয়ার সবচেয়ে বোকা মানুষটাও জানে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তাই যতই কষ্ট হোক সে একদিন মানিয়ে নিতে পারবে। কিন্তু তা না জানিয়ে ভালোবাসার অভিনয় করে গেলেন এবং একাধিক সম্পর্কে জড়ালেন এই জঘন্য কাজটা করবেন না। প্রতারণা অনেকরকম হলেও সবচেয়ে জঘন্য প্রতারণা হলো “ডাবল টাইমিং”।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘যাকে ভালোবাসি বলে মন ধরে নিয়েছে এবং সেও ভালোবাসে বলে মন বিশ্বাস করে নিয়েছে। সেই মনে আর যাই হোক এমন আঘাত করবেন না। একটা মানুষ পুরোপুরি নিঃস্ব হয়ে যায়।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’