ইসরায়েল প্রতিবেশীদের শত্রু, গণহত্যায় লিপ্ত: কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯
শেয়ার :
ইসরায়েল প্রতিবেশীদের শত্রু, গণহত্যায় লিপ্ত: কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর শত্রু এবং গাজায় গণহত্যায় লিপ্ত। তারা কোনো শান্তি চুক্তি মানছে না, বরং তার আশেপাশের আরব প্রতিবেশীদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

শেখ তামিম বলেন, ‘ইসরায়েল গণহত্যায় নিযুক্ত এবং তার নেতা গর্বের সঙ্গে বলছেন যে- কোনো প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না এবং ভবিষ্যতেও তা প্রতিষ্ঠা হবে না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল যাদের সঙ্গে শান্তি চুক্তি করেছে বা আরব শান্তি উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাদের সঙ্গেও সংযম করছে না।’

ইসরায়েল সম্প্রতি দোহায় হামাসের মধ্যস্থতাকারী নেতাদের উপর হামলা চালায়, যার ফলে ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন কাতার নাগরিকও রয়েছেন। এই হামলাকে গণহত্যা বন্ধের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করার চেষ্টা বলে মন্তব্য করেন শেখ তামিম।

তিনি বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী মনে করেন গাজা বাসযোগ্য না করে যুদ্ধ চালানো একটি সুযোগ। তিনি ‘গ্রেটার ইসরায়েল’ নীতিতে বিশ্বাস করেন এবং এটি যেন নতুন বসতি সম্প্রসারণ এবং পবিত্র স্থানগুলোর বর্তমান অবস্থা পরিবর্তন করতে পারে।’

কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে মধ্যস্থতার মাধ্যমে বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তার ব্যবস্থা করতে কাজ করছে বলে জানান শেখ তামিম। তিনি আশ্বাস দেন, ‘আমরা সত্য বলব এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব, যতক্ষণ আমাদের শত্রুরা অস্ত্র ব্যবহারকে সহজ মনে করে।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান, দোহায় হামলার পর কাতারের পাশে দাঁড়ানোর জন্য। শেখ তামিম বলেন, ‘এই প্রচেষ্টা আমাদের থামাতে পারবে না। আমরা মানবিক সহায়তা, বন্দিদের মুক্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের পদক্ষেপ অব্যাহত রাখব।’