আদমদীঘিতে পলাতক জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯
শেয়ার :
আদমদীঘিতে পলাতক জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আদালত চত্বর থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলামকে বগুড়ার আদমদীঘি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচাপড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রফিকুল উপজেলার বশিকোড়া গ্রামের মৃত লছির আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়ার লক্ষ্মীমণ্ডপ গ্রামে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিন (৭০) ও তার সৌদিপ্রবাসী ছেলে শাহজাহানের স্ত্রী রিভা আক্তারকে (৩৫) হত্যা করা হয়। পরদিন সকালে তাদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আফতাব উদ্দিনের মেয়ে তহমিনা বিবি দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় জেলা ডিবি। এরপর তদন্তে নেমে রাজধানীর কমলাপুর থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে রফিকুল ইসলামকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করে ডিবি।

পরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ রফিকুল ইসলাম ও দুপচাঁচিয়ার বেরুঞ্জ গ্রামের ডাকাত দলের নেতা আবদুল হাকিম (৩৪) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতের গারদখানা থেকে জেলা কারাগারে নেওয়ার জন্য আসামি রফিকুলকে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হোসেন বলেন, ‘রফিকুলকে ধরতে ওসি ফরিদুল ইসলাম স্যারের নেতৃত্বে একটি টিম আদমদীঘির বাগিচাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৯টায় ওই গ্রাম থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি জানান, রফিকুলের বিরুদ্ধে ডাকাতি, লুট, চুরি, দস্যুতাসহ আরও ৪টি মামলা রয়েছে।