তালতলায় ফুটপাতে দোকান বসা নিয়ে সংঘর্ষ, নিহত ১
রাজধানীর শেরেবাংলা থানাধীন আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম মো. বাবলু মিয়া (৪০)
গতকাল মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উদ্ধারকারী বাসিন্দা আব্দুর রউফের বরাতে জানা গেছে, শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় জনতা গেইটের সামনে দুই পক্ষের সংঘর্ষের সময়ে ভিকটিমকে রবিউল নামে একজনমাথায় লোহার পাইপ দ্বারা আঘাত গুরুতর আহত করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরে তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢামেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানা যায়, নিহত নিহতের নাম মো. বাবলু মিয়া চায়ের দোকান করতেন। তিনি আগারগাঁও তালতলা জনতা হাউজিং-এ থাকতেন। তার বাবার নাম মো. সেলিম।