ইউক্রেনের পূর্ণ বিজয় সম্ভব /

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩
শেয়ার :
জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনের পূর্ণ বিজয় সম্ভব এবং কিয়েভ পুরো ইউক্রেনকে তার মূল রূপে ফিরে পেতে পারে।’ 

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেছেন। যা রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ট্রাম্পের অবস্থানের একটি বড় পরিবর্তন নির্দেশ করে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইউক্রেন যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেই মূল সীমান্ত ফিরে পেতে পারে, যদি ইউরোপ ও ন্যাটো সমর্থন দেয় এবং রাশিয়ার অর্থনীতির ওপর চাপ অব্যাহত থাকে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করার ইচ্ছা ট্রাম্প বহুবার প্রকাশ করলেও, আগে তিনি সতর্ক করেছিলেন যে এ প্রক্রিয়ায় ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে। তবে জেলেনস্কি সবসময়ই এমন সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন।

পোস্টে ট্রাম্প আরও যোগ করেন, ‘ইউক্রেন হয়তো এর চেয়েও এগোতে পারে।’ তবে তিনি ক্রিমিয়ার কথাও বলেননি, যেটি রাশিয়া ২০১৪ সালে দখল ও সংযুক্ত করেছিল। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করে।

ট্রাম্প বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি ভালভাবে জেনে এবং পুরোপুরি বুঝে নেওয়ার পর তার অবস্থান বদলেছে।’

তিনি আরও বলেন, ‘পুতিন ও রাশিয়া ভয়াবহ অর্থনৈতিক সংকটে আছে, আর এখনই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময়।’ 

জেলেনস্কি ট্রাম্পের অবস্থানকে একটি ‘বড় পরিবর্তন’ হিসেবে স্বাগত জানিয়ে জাতিসংঘ ভবনে সাংবাদিকদের বলেন, তিনি বুঝতে পেরেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে ইচ্ছুক।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘আমি মিথ্যা বলতে চাই না, আমাদের হাতে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’ তবে তিনি আরও অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন।

পরে ফক্স নিউজকে-এ কথা বলতে গিয়ে জেলেনস্কি জানান, ট্রাম্পের ট্রুথ সোশ্যালে দেওয়া ইউক্রেন সম্পর্কিত পোস্ট তাকে বিস্মিত করেছে। তবে তিনি এটিকে একটি ইতিবাচক সংকেত হিসেবে নিয়েছেন। 

জেলেনস্কি মনে করেন- ট্রাম্প ও যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষ পর্যন্ত তাদের সঙ্গে থাকবে।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি পুতিন বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যা বলেছে, আর সেটিই আমাদের মধ্যে একটি পার্থক্য তৈরি করেছে।’