‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ গ্রহণ করলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০
শেয়ার :
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ গ্রহণ করলেন রানি মুখার্জি
ছবি : সংগৃহীত

তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান বলিউড রানি।

আজ মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন রানি মুখার্জির হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এর আগে এমন সুখবরে ভারতীয় সংবাদমাধ্যমকে রানি মুখার্জি বলেছিলেন, “আমি সত্যি দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায়। আমি আপ্লুত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয়জীবনে বহু ভালো ভালো ছবিতে কাজ করেছি।

দর্শকদের ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয়জীবনকে আরো সমৃদ্ধ করল।”

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছেন শাহরুখ খান, তার সঙ্গে সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পান বিক্রান্ত ম্যাসে।

প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঁঠাল : আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটা জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।