আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে রাশিয়াকে সতর্ক করল ন্যাটো
পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশ লঙ্ঘন করায় রাশিয়াকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। পূর্ব ও উত্তর জোটের সদস্য দেশগুলির আকাশসীমা ক্রমাগত লঙ্ঘন করার অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করে তারা।
সংগঠনের মহাসচিব মার্ক রুটে ব্রাসেলসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘রাশিয়া যেন এটা মাথায় রাখে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন মেনে সমস্ত পন্থায় রাশিয়ার হুমকির মোকাবিলা করবে ন্যাটো ও তার মিত্ররা।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গত সপ্তাহে এস্তোনিয়ার উপর রুশ জেটের আনাগোনার পরেই ৩২টি সদস্য দেশের এই জোট জরুরি বৈঠকে যোগ দেয়। তার আগেই পোল্যান্ডের আকাশে উড়তে দেখা গেছে রুশ ড্রোনকে, গুলি করে নামানো হয়েছে সেগুলি। ড্রোন উড়েছে রোমানিয়ার আকাশেও।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর মধ্যে গতকাল সোমবারই ফের ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের বিমানবন্দরের উপর উড়তে দেখা যায় একাধিক ড্রোনকে। যদিও সেগুলি রুশ ড্রোনই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস