নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
লালমনিরহাটে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ধরলা নদীতে গোসল করতে নেমে শহিদ মিয়া (১৬) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার মধ্য ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ মিয়া আদিতমারী উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বকশীটারী এলাকার ফয়জার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফয়জার রহমান ও তার স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। ফয়জারের শ্যালক শ্যামল হোসেনের বিয়ে উপলক্ষে তার ছেলে শহিদ দুইদিন আগেই পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামে নানার বাড়ি যায়। একদিন পর স্ত্রীকে নিয়ে ফয়জারও শ্বশুরবাড়ি যান।
পরদিন আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ফয়জার, তার ছেলে শহিদ, শ্যালক এবং আরও এক কিশোরসহ বাড়ীর পাশের ধরলা নদীতে গোসল করতে নামেন। গোসলে নেমে সাঁতার না জানায় হঠাৎ পাথর গভীর নদীতে তলিয়ে যেতে থাকেন শহিদ ও তার সঙ্গে থাকা আরেক কিশোর। এ সময় ফয়জার ওই কিশোরটিকে টেনে উদ্ধার করতে সক্ষম হলেও নিজের ছেলেকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হন।
খবর পেয়ে স্থানীয়দের প্রায় আধাঘণ্টার চেষ্টায় শহিদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।