প্রসেনজিৎকে বাংলায় শুভেচ্ছা জানালেন অমিতাভ

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪
শেয়ার :
প্রসেনজিৎকে বাংলায় শুভেচ্ছা জানালেন অমিতাভ

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাজ করেছেন বলিউডেও। শুরুটা যদিও নব্বই দশকে ‘আঁখিয়া’ সিনেমায় পরিচালক ডেভিড ধাওয়ানের হাত ধরে। তবে মাঝে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় দুই দশকের বিরতি! পরবর্তীতে ২০১২ সালে ‘সাংহাই’ সিনেমার হাত ধরে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করেন প্রসেনজিৎ। ‘জুবিলি’, ‘স্কুপ’র মতো হিন্দি সিরিজে মন জয় করে গেল বছর ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ দিয়ে শোরগোল ফেলে দেন মায়ানগরীতে।

এবার পূজায় নতুন সিনেমা মুক্তিকে সামনে রেখে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন প্রখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। আজ মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র ট্রেলার শেয়ার করে ‘প্রিয় বুম্বা’কে শুভেচ্ছা জানালেন তিনি। তবে তার এক্স হ্যান্ডেলের পোস্টে নজর কাড়ল গোটা গোটা অক্ষরে বাংলা ভাষায় লেখা শুভেচ্ছাবার্তা।

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক বুম্বা, শুভেচ্ছা।’

আগামী শুক্রবার পূজায় পর্দায় ঝাঁপিয়ে পড়বেন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নায়ক ‘ভবানী পাঠক’। যে চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর সেই সিনেমার জন্যই বুম্বাকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন অমিতাভ। মুক্তির আগে ‘দেবী চৌধুরানী’র টিমকে উৎসাহ জোগাতেই বচ্চনের এই শুভেচ্ছাবার্তা।

পাল্টা ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎও। বচ্চনের পোস্ট শেয়ার করে বুম্বার মন্তব্য এমন- ‘আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতজি।’