এক নির্ঝরের গানে চার শিল্পী
প্রকাশিত হচ্ছে এক নির্ঝরের গান’র নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা-সুরে এই অ্যালবামে রয়েছে ৪টি নতুন গান। গানগুলো গেয়েছেন এই সময়ের চারজন জনপ্রিয় শিল্পী সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।
অ্যালবামে কোনাল গেয়েছেন ‘দৃশ্যের ছায়া’ গানটি, একইভাবে ‘বুঝলাম’ গেয়েছেন মাশা, ‘বোঝাপড়া শব্দটা’ অন্তরা ও ‘থাকলে সাহস’ গানটি গেয়েছেন দোলা। ব্লুজ ঘরানার এই ৪টি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বৈচিত্র্য অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় এক ধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
অ্যালবামটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘অনেকদিন থেকেই একটা অনিশ্চিত সময় পার করছি। ঠিক যেটা চাই, সেটার সাথে বাস্তবতা মিলছে না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সাথে আলাপ করতে গিয়ে মনে হলো, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর ও সংগীতায়োজনের ধরনে যদি আরেকটু বৈচিত্র্য আনা যায়, তাহলে শিল্পীরা আত্মিকভাবে কথার মাঝে নিজের বাস্তবতার সাথে সংযুক্ত হতে পারেন। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।’
গানশালা নিবেদিত এই অ্যালবামের প্রকল্পটি নির্মিত হয়েছে সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) ও আইএসআর (ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি)-এর সমন্বিত প্রক্রিয়ায়। মাস্কো গ্রুপ এই সংকলনে সিএসআর পার্টনার হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সংগীতমাধ্যমের পেশাজীবীদের নিয়মিত উপার্জনের উপায় গড়ার জন্য সিএসআর-আইএসআর’র যৌথ প্রক্রিয়ায় গানশালা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি সংগীত প্রকল্প সম্পন্ন হয়েছে। এ উদ্যোগকে সফল করতে এনামুল করিম নির্ঝর সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে গান লিখে, সুর করে এবং সার্বিক তত্ত্বাবধান করে বুদ্ধিবৃত্তিক সহায়তা করছেন।
গানশালা জানায়, এ প্রক্রিয়ায় গান নিমার্ণের মাধ্যমে সংশ্লিষ্ট পেশাজীবীগণ অর্থ উপার্জন করে থাকেন সিএসআর ফান্ড থেকে।
অ্যালবামটি প্রসঙ্গে সংগীত পরিচালক অটমনাল মুন বলেন, ‘এক নির্ঝরের গানের এ অ্যালবামটি একটু ব্যতিক্রম। কেননা জনপ্রিয় চারজন নারী সংগীতশিল্পী ব্লুজ ঘরানার গানগুলো গেয়েছেন। আশা করি, অ্যালবামটি আপনাদের ভালো লাগবে। একটি কথা না বললেই নয়, সিএসআর ও আইএসআর-এর যৌথ প্রক্রিয়ায় পরপর বেশ কয়েকটি গান নির্মিত হলো। এর আগেও একই প্রক্রিয়ায় “তাল বেতালের শহরে” অ্যালবামের জন্য সংগীত পরিচালনা করেছি। এ প্রক্রিয়াটি যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনে আরও সম্ভাবনা চারিদিকে বিস্তৃত হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হতে যাচ্ছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘দৃশ্যের ছায়া’ গানটি দিয়ে শুরু হতে যাচ্ছে এ প্রকাশযাত্রা।
কোনাল বলেন, ‘আমরা এই সময়ের চারজন শিল্পী চারটি ব্লুজ ঘরানার গান গাইলাম। দারুণ অভিজ্ঞতা। বিশেষ করে আমার গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আশা করি, গানগুলো সবার ভালো লাগবে।’
জানা যায়, বুঝলাম অ্যালবামের গানগুলো গানশালা-ইকেএনসি ইউটিউবে প্রকাশিত হবে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’