কুমার শানুকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক মন্তব্য, নেটদুনিয়া উত্তাল

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২
শেয়ার :
কুমার শানুকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক মন্তব্য, নেটদুনিয়া উত্তাল
ছবি : সংগৃহীত

উপমহাদেশের আলোচিত ও শ্রোতাপ্রিয় গায়ক কুমার শানু। গানে গানে মুগ্ধ করলেও সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে অন্তর্জালে।

অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রীর থাকাকালীন তার সঙ্গে একত্রবাস করেছেন গায়ক। আর এ বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছিল।

রীতা বলেন, ‘আমি যখন অন্তঃসত্ত্বা, তখন ওর (কুমার শানু) একটা সম্পর্ক ছিল। সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ, আমাকে সেই সময় আদালতে নিয়ে গিয়েছিল। তখন আমার খুব অল্প বয়স। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার পরিবারও চমকে গিয়েছিল। তবে এক বছর আগে ও একটা পার্টিতে বলেছিল, ওর সাফল্যের নেপথ্যে নাকি আমার অবদান রয়েছে।’

অন্তঃসত্ত্বা অবস্থায় নির্যাতনের মাত্রা এমন জায়গায় পৌঁছে রান্নাঘরে তালা দিয়ে রাখতেন কুমার শানু। নির্যাতনের কথা স্মরণ করে রীতা বলেন, ‘ওরা যখন বাইরে বেরোত, রান্নাঘরে তালা দিয়ে দিত। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। বৌদির রান্নাঘরে গিয়ে রান্না করতাম। তারপরে খেতে পারতাম।’

কুমার শানুর তৃতীয় সন্তানের নাম জান কুমার শানু। জান যখন রীতার গর্ভে তখন দোকান থেকে কিছু কেনার উপক্রম ছিল না। কোনো খাদ্য খাবার আনতে গেলে বলা হত, পরিবার থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। গায়কের স্ত্রীর কথায়, ‘জান যখন আমার গর্ভে, তখন আমি ঠিক করে খেতে পর্যন্ত পাইনি। প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম।’

প্রসঙ্গত, কুমার শানুর বাংলা, অহমীয়া, নেপালি, ভোজপুরি, পাঞ্জাবি, ওড়িয়া, তেলেগু এবং কন্নড় ভাষার গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে দোলা দেয়। তবে তার ব্যক্তিজীবনে এমন কাণ্ড ঘটিয়েছেন তা নিয়ে এখন নতুন করে ভাবছেন ভক্তরা।