গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৫

ঢামেক প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭
শেয়ার :
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৫

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজন মারা গেছেন। এ ঘটনায় এখনো চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। এ নিয়ে দুর্ঘটনাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ও আজ মঙ্গলবার সকালে তারা মারা যান। মৃতরা হলেন- মো. হারুন (২০) ও মো. সালাউদ্দিন (৩৩)। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে মারা যান। আর সালাউদ্দিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তিনি গতকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটে মারা যান। 

দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলেও জানান বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। 

এর আগে গত রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মাহবুবুর রহমান নামের একজন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তিনি চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ বলতলী গ্রামের কবির আহমেদ ভুইয়ার ছেলে। 

এ ছাড়া এই হাসপাতালে ইউসুফ ও ইদ্রিস নামে আরও দুজন মারা গেছেন। গত শনিবার রাতে তারা মারা যান। ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। আর ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

প্রসঙ্গত, গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিকসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। সেখানে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।