সাবিনা ইয়াসমিনের ‘অতীত গল্পগুলি’
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শিরোনাম ‘অতীত গল্পগুলি’। গানের কথা লিখেছেন গীতিকবি ফারুক আনোয়ার। সুর-সংগীত করেছেন সম্রাট আহমেদ। গানটি প্রকাশ হবে এফ.এ মিউজিকের ব্যানারে।
নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বহুদিন পর এমন একটি গান, যা আমার মন ছুঁয়ে গেল। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন্য একটি চমৎকার মনের মতো গান লিখেছেন এবং গানের কথাগুলোর গভীরতা ব্যাপক। তরুণ প্রতিভাবান ও মেধাবী সম্রাট আহমেদের দক্ষ সুর ও সংগীত আয়োজন গানটিতে ভিন্নতা এনেছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এফ.এ মিউজিকের কর্ণধার ও গীতিকবি ফারুক আনোয়ার বলেন, ‘গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনকে মনে নিয়েই লিখেছি, তাই বিভিন্ন প্রেক্ষাপট গানটিতে সংযোগ করতে হয়েছে। গানের কথাগুলো সাবিনা ইয়াসমিনের মতো সংগীত ব্যক্তিত্বের কাছে ভালো লাগায় আমি ধন্য।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এফ.এ মিউজিকের ব্যানারে গানের মিউজিক ভিডিওসহ খুব শিগগিরই প্রকাশের প্রস্তুতি চলছে। শ্রোতারা খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গানটি শুনতে পারবেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’