অভিনয় থেকে বিদায় নিলেন বাপ্পী চৌধুরী, ছাড়লেন দেশও
কয়েক বছর ধরেই নতুন কোনো সিনেমায় নেই চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। নেই হাতে তেমন কোনো কাজও। তারকাদের অনেকেই বলছেন, শোবিজের অনুষ্ঠানগুলোতে এখন আর আগের মতো দেখা যায় না এই চিত্রনায়ককে। এর মধ্যেই জানা গেল, দেশ ছেড়েছেন তিনি। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। গতকাল সোমবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপ্পী নিজেই।
ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। সেখানে নতুন পেশায় যুক্ত হবেন। বলা চলে, জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই চিত্রনায়ক। বিষয়টি নিয়ে বাপ্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, বাপ্পীকে সবশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই তিনি উধাও। বিশেষ করে মায়ের মৃত্যুর পর সিনেমা থেকে অনেকটাই দূরে আছেন এই অভিনেতা। অবশেষ ছাড়লেন দেশও।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অন্যদিকে কয়েক বছর ধরে থমকে আছে বাপ্পীর বেশ ক’টি সিনেমার কাজ। এগুলো কবে আলোর মুখ দেখবে, সে সম্পর্কে নির্মাতা ও প্রযোজকরা কেউ কিছু বলতে পারছেন না। সিনেমাগুলোর মধ্যে আছে- আশরাফ শিশিরের ‘৫৭০’ ও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’