অনুমোদন ছিল না পুড়ে যাওয়া টঙ্গীর ফেমাস কেমিক্যালসের

টঙ্গী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১
শেয়ার :
অনুমোদন ছিল না পুড়ে যাওয়া টঙ্গীর ফেমাস কেমিক্যালসের

টঙ্গীর সাহেরা মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফেমাস কেমিক্যালস নামে প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন ছিল না বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিচালক মো. আরেফিন বাদল আমাদের সময়কে বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশনে ৪৫ নং ওয়ার্ডের সাহেরা মার্কেট এলাকায় গতকাল যে প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি প্রতিষ্ঠানটির নাম ফেমাস কেমিক্যালস লিমিটেড। জনৈক ইসমাইল হোসেন ওই প্রতিষ্ঠানটির মালিক।’ 

তিনি বলেন, ‘আমরা আরও জানতে পারি, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না, যেই স্থানে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, পরিবেশ অধিদপ্তর কখনোই এরকম জায়গায় এরকম ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের ছাড়পত্র দিবে না। এছাড়া ফেমাস কেমিক্যালস লিমিটেডের নামে ফায়ার লাইসেন্সও ছিল না। বিস্ফোরক অধিদপ্তরের কোনো লাইসেন্স আছে কিনা আমার জানা নেই।

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিপুল পরিমান পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন। এখনও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে রাসায়নিক দ্রব্য পোড়া গন্ধ বের হচ্ছে। 

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী রেল স্টেশন রোডের পাশে সাহারা মার্কেট টঙ্গী বিসিকের আগে টিনশেড সেমিপাকা কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এসময় প্রতিষ্ঠানটিতে থাকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৪ জন ও স্থানীয় ২ জন আহত হন। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

আহতদের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদা(৪০) ও শামীম হোসেন (৪২) এর শরীরের শতভাগ পুড়ে গেছে এবং বাবু (১৮)নামে এক দোকানদারের শরীরের ৯২ ভাগ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।