প্রামাণ্যচিত্র ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’র টিজার প্রকাশ (ভিডিও)
শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের গালগল্পের পেছনে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করতে নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’।
আজ মঙ্গলবার সকালে প্রামাণ্যচিত্রটির টিজার রিলিজ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এটি প্রকাশ করা হয়।
ভিডিও প্রকাশের সঙ্গে লেখা হয়, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘উন্নয়নের সরকার, বারবার দরকার’- ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামলে এই ধরনের শ্লোগানগুলো ব্যবহার করে উন্নয়নের প্রপাগাণ্ডা চালানো হয়েছিল। কেউ কেউ আবেগের আতিশয্যে গেয়েছিলেন, ‘প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এমনকি কেয়ামতের আগ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে চাই’।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এই উন্নয়নের গালগল্পের পেছনে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করতে নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই প্রামাণ্যচিত্রটির টিজার রিলিজ করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মূল ডকুমেন্টারি শীঘ্রই প্রকাশ পবে বলে জাননো হয়েছে।
দেখুন ভিডিও: