আমি চাই মানুষ আমাকে ভুলে যাক: তাহসান
দীর্ঘ ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তাহসান খান। পাশপাশি অভিনয় করেও জয় করেন দর্শকদের মন। কিন্তু হঠাৎ করেই গত বছর ঘোষণা আসে অভিনয় থেকে বিদায় নেওয়ার। এবার ঠিক একইভাবে গান থেকেও বিদায় নেওয়ার কথা জানান তাহসান। সম্প্রতি অস্ট্রেলিয়ায় আয়োজিত এক কনসার্টের মঞ্চ থেকেই এমন ঘোষণা।
তাহসান ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! প্রিয় শিল্পীর গান থেকে বিদায় নেওয়া- কোনো ভাবেই মেনে নিতে পারছেন না তারা। কিন্তু তাহসান তার কথায় অটল। জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ফিরে ঢাকায় দু’একটি কনসার্টে অংশ নেবেন তিনি। প্রকাশ করবেন একটি নতুন গানও। এরপরই গানের ভুবন থেকে নিজেকে গুটিয়ে নিবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান জানিয়েছেন, তিনি চান মানুষ তাকে আস্তে আস্তে ভুলে যাক। আর সে কারণে সামাজিক মাধ্যমগুলো থেকে ইতিমধ্যেই নিজেকে গুটিয়ে নিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তাহসানের কথায়, ‘অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। আর সামাজিক যোগাযোগ মাধ্যম অসম্ভব টক্সিক। ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে গেলে তো ভুলতে সময় লাগবে।’
এত বছরের এই সংগীতযাত্রায় কোন মুহূর্তটা মনে গেঁথে আছে জানতে চাইলে এই গায়ক বলেন, ‘এত এত স্মৃতি, মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সঙ্গে একসঙ্গে গান গাওয়াটাই সবচেয়ে বেশি বেশি মিস করব। সেই সময়গুলোই গেঁথে আছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
শিল্পীর এমন সিদ্ধান্তে ভক্ত-শ্রোতারা কষ্ট পাচ্ছে। তাদের উদ্দেশে তাহসান বলেন, ‘সত্যি বলতে, কষ্ট আমারই বেশি হচ্ছে, যে গানকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি, সেই গান ছেড়ে দেওয়াটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু জীবনের কিছু অভিজ্ঞতা আর উপলব্ধি এতটাই তীব্র আর করুণ ছিল যে এই প্রস্থানই একমাত্র পথ, যা আমার জন্য খোলা। শুধু সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই।’
সবশেষে তাহসান বলেন, ‘অভিনয়ে আরও আগে ইতি টেনেছি। এবার গানের ইতি টানলাম।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’