কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, নিহত ২
কেরানীগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাতে রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার পর পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ২ জনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
নিহতরা হলেন নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)। আর আহতরা হলেন শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯) ও তারেক (২৯) ও অপর একজনের পরিচয় জানা যায়নি।
নিহত নয়নের চাচাতো ভাই সজীব জানান, নয়নের বাড়ি কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায়। রাতে মোটরসাইকেল চালিয়ে সে বাসায় যাচ্ছিল। আসার পথে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নয়নসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।