মহিলা আওয়ামী লীগের নেত্রী মেরি গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মেরিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার পৌরসভার আওড়া গ্রামের নিজ বাড়ি থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও কালাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা ডিবির ওসি মো. আসাদুজ্জামান বলেন, ডিবি ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মেরিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।