ইতালিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ
ইতালির বিভিন্ন শহর, নগর সড়ক, রেললাইন ও বন্দর অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শ্রমিক সংগঠন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়।
সোমবার মিলানের প্রধান রেলস্টেশনের ভেতরে ও আশপাশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন, গাজায় যুদ্ধবিরতির দাবি জানান এবং মার্কিন পতাকা পোড়ান। মিলানের এম৪ মেট্রো লাইন বন্ধ হয়ে যায়। একদল বিক্ষোভকারী ধোঁয়ার বোমা ফাটায় এবং পুলিশের দিকে রাস্তার সাইনবোর্ড ও ব্যারিকেড ছুড়ে মারে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বোলোনিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। রোমের প্রধান তেরমিনি রেলস্টেশনের বাইরে অন্তত ২০ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা রাজধানীর পূর্বাংশের একটি গুরুত্বপূর্ণ সড়কও দখল করে নেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তুরিন বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস অবরোধ করে শিক্ষার্থীরা। আর ফ্লোরেন্সে হাজারো মানুষ প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর বিরুদ্ধে মিছিল বের করেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস