দাম বাড়ল স্বর্ণের
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। ভরি প্রতি সর্বোচ্চ ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড।
আজ সোমবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৮৪৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।