সিলেটে ছাত্র আত্মহত্যা, ভাইস প্রিন্সিপালসহ তিন শিক্ষককে অব্যাহতি
এক ছাত্র আত্মহত্যার ঘটনায় সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের ভাইস প্রিন্সিপালসহ তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.)।
গত বুধবার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ছাত্র ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। গত বৃহস্পতিবার বিকেলে আজমানের দাফন সম্পন্ন হয়।
আজমানের পরিবার অভিযোগ করে, প্রি-টেস্ট পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য কর্তৃপক্ষ তাকে প্রকাশ্যে অপমান করে। এমনকি অভিভাবকদের ডেকে এনে অপমানজনক কথা বলে কলেজ ছাড়তে বলা হয়। এ অপমান সহ্য করতে না পেরে আজমান আত্মহত্যার পথ বেছে নেন।
আজমানের মৃত্যুর খবরে ক্ষোভ দেখাতে শুরু করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও স্কলার্সহোমের বিরুদ্ধে খারাপ আচরণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তুলেন। শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীরা ৫ দাবিতে বিক্ষোভ শুরু করেন।
স্কলার্সহোমর শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) জানান, স্কলার্সহোম পরিচালনাকারী হাফিজ মজুমদার ট্রাস্টের সভায় শিক্ষার্থীদের সব দাবি ও সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়ে স্কলার্সহোমের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেনের পদত্যাগ গতকাল রবিবার নিশ্চিত করা হয়েছে। শ্রেণি শিক্ষক শামীম হোসেন ও শিক্ষিকা তয়্যিবা বেগমকে অপসারণ করা হয়েছে। এই আন্দোলনের জন্য কোনো শিক্ষার্থীকে হেনস্তা করা হবে না। কোন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হবে না। ভবিষ্যতে কোন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে খারাপ আচরণ করবে না।’