নতুন সিনেমায় সাবিলা নূর
প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে সফল হন সাবিলা নূর। এবার সিয়াম আহমেদের সঙ্গে দেখা যাবে তার রসায়ন। এই দুজনকে জুটি করে ‘রাক্ষস’ নামের নতুন একটি সিনেমা বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়।
এ প্রসঙ্গে জানতে হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
হৃদয় বলেন, ‘আসলে নায়িকা কে হবে, সেটা এখনও অফিশিয়ালি হয়নি। তবে হ্যাঁ, সাবিলা নূরের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। পাশাপাশি মধুমিতা সরকার, নাজনীন নীহার সঙ্গেও মিটিং হয়েছে। এই তিনজনের মধ্যে যে কোনো একজন থাকবেন। ২ অক্টোবরের মধ্যে আমরা নায়িকা ফাইনাল করে ফেলব।’
পরিচালক এড়িয়ে গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানায়, ‘রাক্ষস’-এ সাবিলা নূরই চূড়ান্ত। ইতোমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি মেহেদী হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে। এর আগে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করেন তিনি। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা