আমরা বড় একটা পার্টি করতে যাচ্ছি: নাসীরুউদ্দীন পাটওয়ারী
বিভিন্ন দল ও ব্যানার নিয়ে এনসিপি একটি বড় দল করতে যাচ্ছে বলে জানালেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আজ নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি। কমিশন আমাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে।’
নিজেদের চাওয়া শাপলা প্রতীক নিয়ে তিনি বলেন, ‘আমরা আজকেও বলেছি...শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। আমরা এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয়, তা আমরা জানি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ইসির প্রতীকের সংশোধনীর মধ্যে শাপলা নেই, তাহলে আপনারা কীভাবে পাবেন- এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, ‘এই সংশোধনীতে যদি না আসে তাহলে আবার তারা করবেন। সংশোধনী যেকোনো সময় করার সুযোগ থাকে। আমরা শাপলা থেকে সরছি না। এনসিপি শাপলাতেই থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ১৫০টির মতো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গণঅধিকার পরিষদের সঙ্গে আপনারা একত্রিত হলে কোন প্রতীক থাকছে- এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম, মার্কা ডিজলভ হবে এবং এনসিপির আন্ডারে আরও অনেক দল আসতেছে। এটা (এনসিপি) আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে অনেক দল অনেক ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে।’